কলমাকান্দায় জব্দকৃত ১৫২ বস্তা ভারতীয় চাল নিলামে বিক্রি

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ
নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ১৫২ বস্তা ভারতীয় চাল প্রকাশ্যে নিলামে প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার জেলা আদালতের আদেশে কলমাকান্দা থানার সামনে প্রকাশ্যে নিলামে ১৫২ বস্তা চাল ৩টি লটে ভাগ করে বিক্রি করা হয়। নিলামে ৬ জন অংশগ্রহণ করেন। নিলামের প্রক্রিয়া বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৭টায় শেষ হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সমকালকে জানান, ৬ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ২ জনের কাছে ২ লাখ ৫৮ হাজার টাকায় ১৫২ বস্তা ভারতীয় চাল বিক্রি করা হয়েছে। নিয়মমাফিকভাবে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অপরদিকে আদালতের আদেশে জব্দকৃত ট্রাকটিকে প্রকৃত মালিকের জিম্মায় দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী প্রমুখ।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে ১৫২ বস্তা ভারতীয় চাল ও একটি ট্রাক জব্দ করে।