কুড়িগ্রাম জেলা শহরে ট্রাকচাপায় রিকশাচালক (৫০) নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের বড় বাজার নামে পরিচিত “জিয়া বাজারে” ট্রাকচাপায় মোহাম্মদ সাইফুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের শহরের জিয়া বাজার এলাকায় একটি ট্রাক রিকশাসহ চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ সাইফুলের মৃত্যু হয়।
[newsbox style=”nb3″ display=”category” cat=”17″ orderby=”rand” title=”এই বিভাগের আরো খবরঃ” number_of_posts=”6″ show_more=”yes”]
[ad id=”19126″]