ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামা কিশোর সানির লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ সানী (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফাঁয়ার সার্ভিস। নিহত সানি নগরীর কালিবাড়ি পুরাতন গুদারাঘাট এলাকার বাসিন্দা হিরা মিয়া ছেলে।
মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াই টার দিকে ব্রহ্মপুত্র নদের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ৪/৫ জন কিশোর নদীতে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও সানি না আসায়, তার ছোট ভাই রনি ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে দুপুর আড়াই টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে সানির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।