ময়মনসিংহের শম্ভুগঞ্জে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের জায়গা বেদখলের পায়তারা

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের শম্ভুগঞ্জে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের জায়গা বেদখলের পায়তারা করছে কিছু অসাধু চক্র । ব্যবসায়ীদের সমিতির ভবন সংস্কারে দেয়া হচ্ছে বাঁধা । ব্যবসায়ীদের ভাষ্য মতে,স্বাধীন বাংলাদেশে প্রায় চল্লিশ বছর যাবৎ এ বাজারে আমরা শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে আসছি যা থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব অর্জন করছে । কিন্তু অতি সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গত কিছুদিন যাবৎ আমাদের এ বাজার থেকে উচ্ছেদ পূর্বক জমি বেদখল এর পায়তারা করছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারের ৫৬৪২ দাগের জমির উপরে মাছ বাজারের কিছু অংশের অবস্থান । যেখানে গরীব মাছ ব্যবসায়ীরা দীর্ঘকাল থেকে ব্যবসা করে আসছে । আর ও আর,সি এস বর্ণিত জমির পরিমান ৫৫ শতাংশ যার পুরাতন দাগ ১১৭২ মালিক বাংলাদেশ সরকার । পরবর্তি দখলীয় মূল্যে খতিয়ানে কিছু অংশ শম্ভুগঞ্জ পূজা মন্ডবের নামে প্রদান করা হয় । ৩২,৭৫ শতাংশ ভূমি সরকারের নিজ নামে রেকর্ড হয় । উক্ত বর্ণিত জমিতে মাছ ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ভাবে একটি সমিতির মাধ্যমে নিজেদের সৃংখলিত ভাবে মাছের ব্যবসা করে আসছে । কিন্তু কিছুদিন পূর্বে সমিতির ঘর মেরামতের কাজে হাত দিলে কিছু অসৎ লোক এতে বাধা প্রদান করে ।
মাছ ব্যবসায়ী সংগঠনের সভাপতি কাইরত আলী বেপারী বলেন,সরকারী কোষাগারে রাজস্ব প্রদানের বিনিময়ে আমরা খাস জমিতে ব্যবসার করছি । কিন্তু কিছুদিন যাবৎ অসৎ প্রকৃতির কিছু মানুষ আমাদেরকে এখান থেকে জোড় পূর্বক উচ্ছেদ এর জন্যে হুমকি দিচ্ছে । বর্তমানে মাছ ব্যবসায়ীরা প্রতিনিয়ত উদ্বেগ উৎকন্ঠার মাঝেই তাদের ব্যবসা পরিচালনা করছে। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কাইরত আলি ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সহ সকল ব্যবসায়ীরা এর সুষ্ঠ সমাধান চেয়ে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।