ময়মনসিংহের তারাকান্দায় অনুমোদনহীন ৫ ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে সীলগালা

 

ময়মনসিংহ ব্যুরোঃ

সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অনুমোদনহীন ৫ টি ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রম্যমান আদালত পরিচালনায় সেগুলো সীলগালা করে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।

৩১ আগষ্ট ২০২২ ইং বুধবার দুপুরে স্বাস্থ্য প্রশাসন পরিচালিত অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

উক্ত প্রতিষ্ঠানগুলো সরকারী অনুমোদনবিহীন অবস্থায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছিল বলে জানাগেছে।

প্রতিষ্ঠানগুলো হলো(১)পপুলার ডায়াগনোস্টিক সেন্টার(২)রোগ নিরাময় ডায়াগনোস্টিক সেন্টার(৩)বন্ধন ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার(৪)তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র ও (৫)সুস্বাস্থ্য ডায়াগনোস্টিক সেন্টার।

তারাকান্দায় পরিচালিত অভিযানে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জিন্নাত শহীদ পিংকি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম মঞ্জু,আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট,মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল হাসান,ডা.কামরুল ইসলাম কুসুম,ডা.তানজিলুল হাকিম নিলয়, ডা.রিফাত শাহরিয়ার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডলসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like