আসামের বর্তমান বাজারের তথ্যানুযায়ী বলা হয়েছে-

[১] আসামের বিশেষ ধরণের চা, কেজিতে রেকর্ড মূল্য ৯৯ হাজার ৯৯৯ রুপি

[২] ভারতের আসামে দুই মাসের ব্যবধানে বিশেষ ধরণের এই চায়ের মূল্য রেকর্ড গড়ল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ‘গোল্ডেন পার্ল’ ব্রান্ডের এই চা তৈরি করছে এএফটি টেকনো ট্রেড। দি প্রিন্ট

[৩] গৌহাটি টি অকশন সেন্টারে সোমবার এই নিলাম অনুষ্ঠিত হয়।

[৪] পিটিআইকে সেন্টারের সেক্রেটারি প্রিয়ানাজ দত্ত বলেন, এই চা তৈরি হয়েছে সম্পূর্ণ হাতে। ডিবরুগড় বিমানবন্দরের কাছে লাহোওয়ালে এই বিশেষ ধরনের চা তৈরি হয়ে থাকে।

[৫] গত বছর আগস্টে আসামে নিলামে ‘গোল্ডেন নিডল’ ও ‘গোল্ডেন বাটারফ্লাই’ দুটি বিশেষ ব্রান্ডের চা কেজি প্রতি সর্বোচ্চ দর ওঠে ৭৫ হাজার রুপি।

[৬] ২০১৯ সালে ‘মনোহরি গোল্ড টি’ ব্রান্ডের চা নিলামে কেজি প্রতি সর্বোচ্চ দর পায় ৫০ হাজার রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like