রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম বাবু শেখ (২৭)। তাঁর ভাই শাহিন শেখ বলেন, তাঁদের গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়। বাবা ইউসুফ শেখ পেশায় ভ্যানচালক।
নিহতের সহকর্মী সোলাইমান জানান, ভবনের আট তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন বাবু। শুক্রবার সন্ধ্যায় লালবাগের নবাবগঞ্জ সড়কের সাদ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।