সৌদির কারণে ইয়েমেন আজ মানবিক বিপর্যয়ের মুখে

হুথি বিদ্রোহীর সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছে, যার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।
ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সৌদি আরব নিজের কিংবা আঞ্চলিক কোনো সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেছে দেশটির স্বার্থ রক্ষাকারী দপ্তরের প্রধান কর্মকর্তা নাসের কেনানি চাফি। একইসঙ্গে সে সৌদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন যে, গত সাত বছরে সৌদি আরবের অনৈতিক ও অবৈধ আগ্রাসনের কারণে দারিদ্রপীড়িত ইয়েমেন আজ মানবিক বিপর্যয়ের সম্মুখীন।
ইয়েমেনে হুথি বিদ্রোহীর সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছে, যার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। সেই সঙ্গে দেশটির বেশিরভাগ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি।