এবার একসঙ্গে ৩ হাজার কর্মীকে চাকরিচ্যুত করল বেটার

আগেও শিরোনামে এসেছিল মার্কিন সংস্থাটি। বেটার ডট কম নামের সংস্থা একসঙ্গে ৯০০ কর্মী ছাঁটাই করেছিল। তাও আবার এক জুম কলেই। ১৫ শতাংশ কর্মীকে এভাবে চাকরিচ্যুত করে বিতর্কে জড়িয়েছিলো নিউ ইয়র্কের মর্টগেজ সংস্থাটির সিইও। এবারও একই পথে হাঁটল তারা। আগের নজির ভেঙে আরও বেশি করে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল বেটার ডট কম।
সংস্থাটিতে সবমিলিয়ে আট হাজারের মতো কর্মী রয়েছে। তাদের মধ্যে তিন হাজারই এবার কাজ হারালেন। গত ৮ মার্চ কোনো নোটিশ ছাড়াই ওই কর্মীদের জানিয়ে দেওয়া হয়, তাদের আর দরকার নেই। স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়েছে এ ঘটনাকে ঘিরে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখে ৬০ থেকে ৮০ দিন সময় দেওয়া হবে।
গত ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার আগে মাসের প্রথম দিন জুম বৈঠকে ৯০০ জনকে একসঙ্গে ছাঁটাই করেছিল এ সংস্থা। ওই জুম কলের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। তখনই শোনা গিয়েছিল, এমন কাজ সংস্থাটি আগেও করেছে। এবার ফের বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like