ময়মনসিংহের ধোবাউড়ায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তারাকান্দা টু ধোবাউড়া সড়কের গোয়াতলা ইউনিয়নের টাংগাটি নামক স্থানে রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) সকাল আনুমানিক ১০ টার দিকে পথচারীরা রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে ধোবাউড়া থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ’ অজ্ঞাত যুবতীর মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটির বয়স আনুমানিক ১৫-১৬ হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শণ করেছে সিআইডির ক্রাইম টিম, পিবিআই, ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।
ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।