কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় সুফলভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কলমাকান্দা অডিটোরিয়ামে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দু’শ পরিবারকে দু’টি করে ভেড়া দেয়া হয়।ভেড়া বিতরণ অনুষ্ঠানে ভেটেনারি সার্জন ফারুক আহাম্মেদ এর স ালনায় ও ইউএনও মোঃ. আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী’লীগের সহ-সভাপতি ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, দূর্গাপুর উপজেলা আওয়ামী’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম,সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু, আদিবাসী নেতা বদুয়েল চিসিম প্রমূখ।