তারাকান্দা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হারিছ উদ্দিন সরকার অসুস্থ্য

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। ময়মনসিংহের তারাকান্দা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হারিছ উদ্দিন সরকার অসুস্থ্য। বেশ কিছুদিন ধরে তিনি চক্ষু রোগে ভোগছেন। ৩০ শে মার্চ সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ চরপাড়া পারমিতা চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হন।রাত ৮ টা ৩০ মিনিটে উনার চক্ষু অপারেশন সম্পন্ন হয়। তার চোখে লেন্স স্থাপন করা হয়েছে। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।তার পুত্র মো.জাহাঙ্গীর হোসেন সরকার জানান, আমার বাবার চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে। ধোপাখলা চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। ভিশন ডায়াগনস্টিক সেন্টার এর উপ-পরিচালক মো.মঞ্জুরুল ইসলাম কাজল সার্বক্ষণিক আমার বাবার সেবায় নিয়োজিত আছেন। তিনি মোটামুটি সুস্থ্য আছেন। এছাড়াও তিনি ডায়াবেটিস জনিত সমস্যায় ভোগছেন।হারিছ উদ্দিন সরকার তারাকান্দা দলিল লেখক সমিতির সাবেক দুই বারের সফল সভাপতি ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।