ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের শম্ভুগঞ্জ মোড় পরিবহন শ্রমিক শাখার নির্বাচন অনুষ্ঠিত ।।

(ময়মনসিংহ প্রতিনিধি): ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের শম্ভুগঞ্জ মোড় পরিবহন শ্রমিক শাখার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ১লা এপ্রিল (শুক্রবার) সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শম্ভুগঞ্জ মোড় শ্রমিক পরিবহন কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত । এ সময় উৎসব মূখর পরিবেশ ভোটার গণ স্বতঃস্ফুর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন । এ সময় ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সচ্ছ নির্বাচন নিশ্চিত করেন । নির্বাচনে মোঃ আনিছুর রহমান উজ্জল বাঘ প্রতীক নিয়ে টানা দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন । কুড়ের ঘর প্রতীক নিয়ে মোঃ আরশেদ আলী আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন । এছাড়াও মোঃ মুঞ্জুরুল ইসলাম কার্যকরী সভাপতি,মোঃ শাহজাহান মিয়া সহ সভাপতি,মোঃ জাহাঙ্গীর আলম শেখ যুগ্ম সম্পাদক,মোঃ কামরুল জামান সাংগঠনিক সম্পাদক,সুলতান মিয়া প্রচার সম্পাদক,মোঃ রহমত উল্লাহ দপ্তর সম্পাদক নির্বাচিত হন । সহ সম্পাদক পদে মোঃ মুঞ্জুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ মফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচনের ফলাফল প্রদানের পর বিজয়ী শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন । বিজয়ের মালা গলায় দিয়ে শ্রমিকদের দুঃখ কষ্ট লাগবে কাজ করার অঙ্গীকার করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক ।