বালু বোঝাই ট্রাক চলাচলে ধ্বংস প্রায় রুদ্র গ্রামের মানুষের স্বপ্নের ব্রীজ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রুদ্র গ্রাম এলাকায় বালু বোঝাই ট্রাক এবং লরি গাড়ির চলাচলে রুদ্রগ্রামের মানুষের স্বপ্নের ব্রীজটি প্রায় ধ্বংস হয়ে গেছে । সরকারী বরাদ্ধের সাথে এলাকার মানুষের সহযোগীতায় নির্মিত ব্রীজটি সক্ষমতার চেয়ে অধিক ওজনবাহী ড্রাম ট্রাক চলার ফলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। সুরু ব্রীজটি দিয়ে স্বাভাবিক ভাবে রিক্স,অটো চলাচল করতে পারলেও ড্রাম ট্রাক যাওয়ার জন্য ব্রীজটিতে প্রসারতা নেই । তবু স্থানীয় একটি অসাধু চক্র প্রভাব খাটিয়ে ব্রীজটি দিয়ে বালু,মাটি বোঝাই ট্রাক চলাচল করার ফলে ব্রীজটি বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে । ব্রীজের কম্পনও এলাকাবাসীকে ভাবাচ্ছে ।স্থানীয় সাংস্কৃতিকলীগ নেতা শামীম আহম্মেদ অভিযোগ করে বলেন,ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রুদ্রগ্রামের ব্রীজটি গ্রামবাসীর স্বপ্নের ব্রীজ । তমিজ উদ্দিন নামের এলাকার প্রভাবশালীর ক্ষমতার অপব্যবহারে বালু বোঝায় ট্রাকের ব্যবহারে ব্রীজটি ধ্বংস হয়ে যাচ্ছে । রাস্তার পাশে অবস্থিত আমার চাচার বাড়িতেও ফাটল সৃষ্টি হয়েছে ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, বিগত ৬ মাস ধরে দিনে-রাতে শত শত ট্রাক মাটি,বালু ভেক্যু দিয়ে কেটে নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই বালু সিন্ডিকেট।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি কেটে নেওয়ার কারণে আশেপাশে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। সেই সাথে প্রতিদিন শত শত বালু ভর্তি ট্রাক আসা-যাওয়ার কারণে ব্রীজ সহ গ্রামীণ সড়কগুলো ধসে পড়ছে। কিন্তু ঝগড়া-বিবাদের ভয়ে কেউ কোন কথা বলছে না।
এ ব্যাপারে অভিযুক্ত তমিজ উদ্দিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ এর চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।