মেদিবিলে সুইচগেট নির্মাণের দাবী স্থানীয় কৃষকদের

 

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ

নেত্রকোণার কলমাকান্দায় কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করায় মেদি বিলের প্রায় ১৫০ হেক্টর বোরো ফসল আপাতত রক্ষা পেয়েছে। তবে শঙ্কামুক্ত নন স্থানীয় কৃষকরা। তাই ফসল রক্ষায় স্থায়ী একটি সুইচ গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (৬ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কলমাকান্দার উব্দাখালি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কলমাকান্দার চান্দুয়াইল মেদীর বিলে বাঁধ না থাকায় বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
টানা পাঁচ দিন ধরে দিনরাত চান্দুয়াইল এলাকার খালে স্থানীয় কৃষকসহ যুবকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ হওয়ায় কলমাকান্দা ও খারনৈ ইউনিয়ন মেদিবিলের প্রায় ১৫০ হেক্টর বোরো ফসল আপাতত রক্ষা পেয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁধের ওপরে অংশ থেকে পানি দেড় ফুট নীচে আছে। তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার তার প্রতিনিধির মাধ্যমে নগদ ৪২ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এ অনুদানের টাকায় ফসল রক্ষায় স্থায়ী একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, স্লুইস গেট নির্মাণের আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like