ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ) ।।
ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ই এপ্রিল বুধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারে অবস্থিত ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব শামসুল আলম খানের অনুপস্থিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সিব্বির আহমেদ। সাংবাদিক দেলোয়ার হোসেন রাজীব এর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক স্বপন কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিনা কবির, এস এম হোসেন আলী, মাহবুবুল আলম,ডাঃ মোস্তফা কামাল, লতিফুল হাসান মাসুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ, লুৎফুল কবির সোহাগ, সুমন আহমেদ প্রমুখ।
এসময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পাঠ করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।