অনলাইনে চলছে ধোঁকাবাজি ব্যাসায়িক লেনদেন।

ষ্টাফ রিপোর্টার — বাজারে এখন সয়লাব হয়েই চলেছে অনলাইন ধোকাবাজির রমরমা ব্যাবসা। নেই কোন সঠিক প্রতিক্রিয়া নেই কোন সঠিক আলোচনা। এ যেনো একটা প্রতারনা চক্র এসব হরদম করেই চলেছে। অতিরিক্ত মেদভুড়ি ওজন কমানো এছাড়া আরো কত্তোরকমের ধোকাবাজি এসব বলেই শেষ করা মুসকিল।
ভুয়া সব টেকনিক অবলম্বন করে ভোক্তাদের প্রতারনা করেই চলেছে এইসব অনলাইন বিজনেসের নামে ব্যাপক প্রতারনা।
অনেক ভোক্তভোগীরা এখন এইসব প্রতারকের বিরোদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের অতিষ্ঠতায়।
একরকম জোর করেই পন্য বিক্রয় করে ধোকা দিয়ে এইসব প্রতারকরা অতিষ্ঠ করে তোলেছে ভোক্তাদের।
এদের সঠিক প্রতিকার না করতে পারলে সমাজের একধরনের বড় ক্ষতি সাধন হতে পারে বলে বিজ্ঞ মহলের ধারনা।
এই ব্যাপারে ভোক্তা ও প্রশাসনের সজাগ দৃষ্টি না দিলে সমাজ বড় ধরনের প্রতারনার স্বীকার হতে পারে বলে বিজ্ঞ মহলের ধারনা।