কলমাকান্দায় কাল বৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ঝড়ে দুইশতাধিক ঘরবাড়ি, কয়েক হাজার গাছপালা ভেঙে যাওয়াসহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া বেশ কয়েক জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলমাকান্দা উপজেলায় বিদ্যুত লাইন সংযোগ বিছিন্ন ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে রোববার ভেরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে করে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় দুইশতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। তাছাড়া বৈদ্যুতিক চারটি খুঁিট ভেঙে তার ছিঁড়ে গেছে । ৫শ একর ধানি জমির আঁদাপাকা ধান ও ১০ একর সবজিখেতও নষ্ট হয়ে গেছে। নাজিরপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এই ঝড়ে তার দুটি ঘর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালাও ভেঙে ঘরের ওপর পড়ে। বড়খাপন এলাকার মঞ্জুরুল হক বলেন, তার একটি ঘরের চাল ধসে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে তার ছিঁড়ে যায়। কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী রাশেদুজ্জামান বলেন, ঝড়ে বৈদ্যুতিক চারটি খুঁিট ভেঙে গেছে। ২৫টি এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে লাইন নষ্ট হয়ে গেছে। কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, এই ঝড়ে ৩২১ একর বোরো ধান, ৮ একর করল্লা ও আড়াই একর শশার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like