কলমাকান্দাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা “মানু মজুমদার এমপি”

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি আবদুল আহাদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।