ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতনের অভিযোগ ।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোপিনাথপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । বীর মুক্তিযোদ্ধার সন্তান মোছাঃ মিনারা আক্তার ও তার পরিবারের সদস্যদের উপর একটি চক্র সংঘবদ্ধ ভাবে আক্রমন করে বলে অভিযোগ করেছেন ভিক্টিম মোছাঃ মিনারা আক্তার । তিনি জানান পূর্ব শুত্রুতার জেরে রামগোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মোঃ রতন মিয়া(৪৮),মোছাঃ রেনু আক্তার(৩৫) এবং মোছাঃ মমতা বেগম গত ২৬ এপ্রিল আমি এবং আমার পরিবারের উপর হামলা করে । ঐদিন ফসলের জমিতে গরুর বাছুর প্রবেশ করা কে কেন্দ্র করে ঝগড়া সৃষ্টি হয় । এ সময় তারা আমার পরিবার এর লোকজন কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে । আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন হামলাকারীদের কবল থেকে আমাদের উদ্বার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে গৌরীপুর থানায় বিষয় নিয়ে অভিযোগ করি। সরেজমিনে গিয়ে ঝগড়ার সত্যতা জানা যায় । এ বিষয়ে বিবাদী পক্ষের সাথে কথা বললে মোঃ রতন মিয়া ঝগড়ার সত্যতা স্বীকার করেন । তবে তিনি রড দিয়ে আঘাত করার অভিযোগটি অস্বীকার করে বলেন আমার জমিতে মোছাঃ মিনারা আক্তারের গরুর বাছুর প্রবেশ করে ফসল নষ্ট করলে আমি বিষয়টি তাদের জানালে মিনারা আক্তার তার স্বামী ও কন্যাদের নিয়ে চরাও হয় এবং হামলা করে । এদিকে মারামারির বিষয়টি গৌরীপুর থানা অবহিত হওয়ার পর গৌরীপুর থানার এ এস আই ইনসাফ ঘটনানাস্থল পরিদর্শন করেন ।