শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ
সারা দেশের মত নেত্রকোনার কলমাকান্দা উপজেলাতে ও চলতি বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় মাঠের ধান পেকে গেছে। কিন্তু অধিকাংশ ধান এখনো জমিতে পড়ে আছে।
একদিকে ঘূর্ণিঝড় বার্তা অন্যদিকে শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। মাঠে ঘুরে দেখা গেছে, কৃষকরা নিরুপায় হয়ে নিজেদের ধান নিজেরাই কাটছে। তারা জানান, আবহাওয়া অনুকুলে ছিল বলে সময়মত কীটনাশক ব্যবহার করার ফলে বোরো মৌসুমে ধানে বাম্পার ফলন হলেও অসময়ে বৃষ্টিপাত পাহাড়িয়া ঢলে নিচু জমিগুলো জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে, আর সমতল জমিগুলো ধান পেকে মাটিতে পড়ে গেছে, দেখা দিয়েছে শ্রমিক সংকট। তারা অনেক মজুরি নিচ্ছেন, তারপরও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আগের মত ধান কাটার কোন উৎসব নেই কৃষকদের মাঝে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও আবহাওয়া অনুকুলে না থাকায় নামা অঞ্চলের জমিগুলো দ্রুত কাটার জন্য কৃষকদের বলা হয়েছে, এবং শ্রমিক সংকট দুর করার জন্য হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার জন্য কৃষকদের উদ্বৃদ্ধ করা হয়েছে।আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি মাঠেই তদারকিতে আছেন।