সেমি ফাইনালে উঠলো MZS-92 ব্যাচ।

ময়মনসিহ থেকে উবাইদুল হকের একটি প্রতিবেদন-
দেশের বৃহত্তম স্কুল ভিত্তিক আয়োজিত খেলায় MZS-92 ব্যাচ অপরাজিত থেকেই সেমি ফাইনালে উঠেছে।
প্রথম খেলায় ১৯৯৪ ব্যাচের সাথে স্বপনের দর্শনীয় সর্টে রবিনের চমকপ্রদ হেডে থেকে গোল করে প্রথম খেলায় জয় লাভ করে মাঠ ত্যাগ করে।১৯৯৪ ব্যাচের সাথে ১৯৯২ ব্যাচের রবিন ম্যান অব দ্যা ম্যাচ পদক পায়।
MZS-92 এর তৃতীয় খেলায় ১৯৯৬ ব্যাচের সাথে ০১-০১ গোল এ ড্র করে
১৯৯৬ ব্যাচের মনি অত্যন্ত দর্শনীয় সর্টের খেলায় দ্বিতীয়ার্ধে ২০ সেকেন্ডের সময় গোল করে ১৯৯৬ ব্যাচকে এগিয়ে রাখে। খেলায় সমতা ফিরিয়ে আনতে ১৯৯২ ব্যাচ মরিয়া হইয়া উঠিয়া পরে গোল পরিশোধের মোহে।
অবশেষে মুন্নার দর্শনীয় চিপ সট-এ অধিনায়ক শিপন ১৯৯২ ব্যাচকে শেষ রক্ষা করে খেলায় সমতা ফিরিয়ে আনে।১৯৯৬ ব্যাচের গোল পোস্টের জলে বল ঢুকিয়ে।
এরপর খেলায় বাঁশি বেজে উঠে এবং সেই সাথে ১৯৯২ ব্যাচ সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে উঠে আসে।