তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ঠে প্রাণ গেল ৪র্থ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রের।।

ডেস্ক রিপোর্ট।।
ফসলি জমির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেছে, পোষা পাখির জন্য খাবার (পোঁকা) সংগ্রহ করতে যাওয়া ৪ র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র।

শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৬ টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোঃশরীফ মিয়া (৮) চান্দপুর এলাকার দিন মজুর মোঃ রুহুল আমিন এর ছেলে।

 

স্থানীয়রা বলেন, গজহরপুর এলাকার ভ্যান চালক মোঃ এমদাদুল হোসেন এর একটি বৈদ্যুতিক তার ছিড়ে গত (১৯) মে রাতে ফসলি জমির পানিতে পড়ে যায়। পরের দিন (২০) মে সকালে এমদাদুল ছিড়ে যাওয়া তার তুলতে গিয়ে নিজে শর্ট খেয়ে চলে আসেন এবং ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই
তিনি প্রতিদিনের মত ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে যান। সন্ধ্যার দিকে শরীফ মিয়া ঐদিকে পাখির জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়।

এবিষয়ে ভ্যান চালক এমদাদুলের মোবাইলে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like