ময়মনসিংহে বিদ্যুতের তারে জড়িয়ে ভ্যান চালকসহ দুই জনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহে ব্যাটারীচালিত ভ্যান গাড়িতে ছিড়ে পড়া বিদ্যুৎতের তার জড়িয়ে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
২১ মে (শনিবার) সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু মিয়া( ৩৫)
স্থানীয়রা বলেন, “ব্যাটারি চালিত ভ্যানের চালক একজন যাত্রীকে নিয়ে চায়না মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানের উপর পড়ে।
“তখন ভ্যানটি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পড়েন। মিন্টু কে বাঁচাতে অপর একজন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের লাশ উদ্ধার করেন।