কলমাকান্দায় প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ফসলের ব্যাপক ক্ষতি “৫০০ একর পাকা ধান পানির নিচে”

 

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ

কলমাকান্দা উপজেলার বরখাপন পোগলা ও সদর ইউনিয়নের ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে উপজেলার রংংছাতি খারনৈ লেঙ্গুড়া নাজিরপুর ও কৈলাটি ইউনিয়নের। সরজমীনে ঘুরে দেখা গেছে, হাওরে প্রথমে পোকায় ক্ষতি করে ফসলের, ফলে বোরো ধানের ফলন হয় কম। পরে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে পানিতে তলিয়ে যায় গুড়াডুবা, জাঙ্গীড়া, মহিষাচূরা, মেদা, সোনাডুবি, চিমনমাটিয়া, মেদি বিলের প্রায় ৫০০ একর পাকা ধান। কৃষকেরা কষ্ট করে হাওরের পাকা ধান কেটে বাড়ীতে আনলেও অবিরাম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কৃষকরা চরম হতাশা নিয়ে দিন যাপন করছে।
উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট এবং দেখা দিয়েছে পানিবাহিত রোগের।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেেদ জানান, উপজেলা সদর ইউনিয়নে ১৫৫ একর, নাজিরপুর ইউনিয়নে ২০ একর, পোগলা ইউনিয়নে ৩০ একর, বরখাপন ইউনিয়নে ১৬০ একর, লেঙ্গুড়া ইউনিয়নে ১০ একর, খারনৈ ইউনিয়নে ১০৫ একর, কৈলাটি ইউনিয়নে ১০ একর ও রংছাতি ইউনিয়নে ১০ একর পাকা ধান পানিতে তলিয়ে গেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like