শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।।

নিজস্ব প্রতিনিধি।। শম্ভুগঞ্জ ইউ,সি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদন্ধিতা করে ২স্থান অর্জন করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোশিয়েসন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, শম্ভূগঞ্জ আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক সকলের প্রিয় মুখ মোঃ মাহবুবুল আলম (আলম মাস্টার) । ২৬ মে (বৃহষ্পতিবার) অনুষ্ঠেয় এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্ধিতায় ৫০৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
অভিভাবক সদস্য পদে ৫৭৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ জয়েন উদ্দিন,৪২৩ ভোট পেয়ে মোঃ এনামুল হক তৃতীয় এবং ৪১০ ভোট পেয়ে মোঃ এমদাদুল হক মিন্টু ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলাএকাডেমিক সুপারভাইজার নারায়ন চন্দ্র দাস নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ আজিম উদ্দিন ও মঞ্জুরুল হক সরকার নির্বাচিত হয়েছেন।