কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু (জানুয়ারী থেকে জুন পযর্ন্ত)

 

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে না। মৃত শিশুদের বাবা মায়েদের সাথে কথা বলে জানা গেছে, তাদের অসচেতনতা, অসাবধানতা ও উদাসীনতার ফলেই এমন করুণ শিশু মৃত্যুর কারণ হয়ে থাকে।

৫ই ফেব্রুয়ারি খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে ইসরাত মনি(১৮) মাস
১৫ই এপ্রিল শুক্রবার রংছাতি ইউনিয়নের জাহাঙ্গীর আলমের মেয়ে জমিলা আক্তার (১)বছর
২৩ এপ্রিল শনিবার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের উজ্জল মিয়ার ছেলে উমর হাসান(২)বছর,
৭ মে শনিবার সদর ইউনিয়নে খাসপাড়া গ্রামে আওয়াল হোসেনের মেয়ে লামিয়া আক্তার(৮)বছর
৮ মে রবিবার খারনৈ ইউনিয়নের বিশনাথপুর সেনপাড়া বাঘেরটের বাবু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার(৬) বছর,
২৩ শে মে সোমবার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের তাপস শীল এর ছেলে শুভ শীল(১৮)মাস,
২৬ শে মে বৃহঃপতিবার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে জামিল মোস্তাক (২) বছর,

এ বিষয়ে স্থানীয় হাসপাতাল কতৃপক্ষের অভিমত, পরিবারের অসাবধানতা ও অসর্তকতার ফলে শিশু পানিতে ডুবে মারা যায়, ইতিমধ্যে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, সচেতনতার জন্য গ্রামে গ্রামে উঠোন বৈঠক করছি। এ কর্মসূচী আমাদের অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like