ভ্যান গাড়ির সাথে মোটর সাইকেল এর ধাক্কায় সৈয়দ নজরুল কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।। শেরপুরের নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় খালিদ আহমেদ পলক (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের মুজাকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
২৯ মে (রবিবার) সন্ধ্যায় ঢাকা-শেরপুর মহাসড়কে হাসপাতাল রোড এলাকায় একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় পলক গুরুতর আহত হয় পলক। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে (সোমবার) সকালে সে মারা যায়। পলক ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।