অনিবন্ধিত ১১৪৯ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি।। ৪ দিনের অভিযানে সারাদেশে অনিবন্ধিত এক হাজার ১৪৯টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বন্ধ করা হয়েছে খুলনায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন গণমাধ্যমকে জানান ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে অভিযান চালাচ্ছে অধিদপ্তর। যা চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সোমবার (৩০ মে) জানানো হয়, ঢাকায় ২৮৬টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে বন্ধ হয়েছে ১৩টি।

এছাড়া চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪, ময়মনসিংহে ১২১, বরিশালে ৬৫, সিলেটে ৩৫ ও খুলনায় ৩০৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like