ময়মনসিংহে শ্রেষ্ঠ সংগঠক সন্মাননা পেলেন মোঃশহীদুল্লাহ হক রাজীব মন্ডল।

স্টাফ রিপোর্টার : বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড কাজ করায় মোঃ শহীদুল্লাহ হক রাজীব মন্ডল কে একজন সংগঠক হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়েছে।
সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় সংগঠক আইকন হিসেবে ময়মনসিংহের সেরা সংঘঠক হিসাবে এই সম্মাননা পেয়েছেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ডক্টর মোস্তারী জাহান ফেরদৌস এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
মোহাম্মদ সোহাগ পারভেজ সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, মোঃ রায়হান মিয়া, উপজেলা আনসার ভিডিপি অফিসার, মোঃ রমজান মিয়া সাবেক ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি অফিসার মরিয়ম আক্তার প্রশিক্ষক সদর উপজেলা আনসার ভিডিপি ময়মনসিংহ প্রমুখ।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ময়মনসিংহ সদর।
এবিষয়ে মোঃ শহীদুল্লাহ্ হক রাজিব মন্ডল বলেন, পরিশ্রমের পর স্বীকৃতি পেলে কাজের স্পৃহা বেড়ে যায়। বর্তমানে আমাদের সমাজে সামাজিক কর্মকান্ডে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি নিয়ে আরো বৃহৎ আকারে কাজ করা সম্ভব।