ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা

স্টাফ রিপোর্টার।। ৪ জুন (শনিবার) সরকার ঘোষিত অনিবন্ধিত হাসপাতাল,ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসন এর উদ্যোগে নগরীর ভাটিকাশর এলাকার লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় লাইসেন্সবিহীন মেডিকেল প্র্যাকটিস, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর পরিচর্যা, পর্যাপ্ত সংখ্যক নার্স-মেডিকেল প্রাকটিশনার সার্বক্ষণিক না থাকার অপরাধে আল-জান্নাত হাসপাতাল, আইডিয়াল নার্সিং হোম এবং আল-মদিনা স্পেশালাইজড হসপিটালকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারী ক্লিনিক ল্যাবরেটরী (রেগুলেশন) আইন, ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় দৃষ্টান্তমূলক অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন অফিস ।

ময়মনসিংহবাসীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like