বখাটেদের অত্যাচার সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সেলিনা কবীর।। ময়মনসিংহে বখাটেদের অত্যাচার সহ্য করতে না পেরে শম্পা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার দুপুর ১.৩০টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
শম্পা শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল । তার বাবা শেখবর আলী আলালপুর এলাকায় তিন মেয়ে এক ছেলে এবং স্ত্রী কে নিয়ে বসবাস করেন। শম্পা ছিল তাদের দ্বিতীয় সন্তান।
স্থানীয়রা জানান,বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বখাটেরা প্রায়ই এই ছাত্রীকে উত্ত্যক্ত করত। এ কারণে এলাকায় সে স্বাভাবিক চলাফেরা করতে পারত না। স্কুলে যাওয়া-আসার পথেও তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত।
শম্পার বাবা শেখবর আলী বলেন, বিদ্যালয়ের সামনে আড্ডারত বখাটেদের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর ও তারা কোন ব্যাবস্থা নেয়নি। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ে হত্যার বিচার দাবি করে তিনি বলেন আমার মেয়ের পরীক্ষা চলছিল আজ সে পরীক্ষা না দিয়ে তার নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন বলেন ঘটনাটি শুনেছি।