ময়মনসিংহে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সিভিল সার্জন এর উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ সেলিম আকন্দ : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা ও জনসাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাংবাদিকগনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ৯জুন বৃহস্পতিবার সকাল ৯টায় সিভিল সার্জন অফিস কনফারেন্স হল রুমে আয়োজিত সাংবাদিকগনে ওরিয়েন্টেশন কর্মশালায় ময়মনসিংহ সিভিল সার্জন মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন পরিক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমূখ । আগামী ১২ থেকে ১৫ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ,এতে ময়মনসিংহে ৬ থেকে ১১ মাস বয়সি ৮৬, ৭৭০ শিশুকে একটি নীল রঙের ভিটামিন এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ৭,৪০,৩১৭ শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ইপিআই সুপারন্টেট এমদাদুল হক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like