বন্যার পানি থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার খারনৈ ইউনিয়নের খাগগড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে খাগগড়া গ্রামের সামনে থেকে বন্যার পানিতে ভেসে আসা গলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের হবে। লাশটি বস্ত্রহীন অবস্থায় ছিল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। এখনো তার নাম-পরিচয় পাওয়া যায়নি।