আমিরাবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে আমিরাবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। আজ ১৮ জুলাই সোমবার বিদ্যালয় ভবনে আয়োজিত নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টাব্যাপী ৪২৪ জন ভোটার সুষ্ঠ সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ২২৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ মোস্তফা,২২০ ভোট পেয়ে মোঃ জিয়াউর রহমান দ্বিতীয় ২১৩ ভোট পেয়ে মোঃ মতিউর রহমান তৃতীয় মোঃ লিটন মিয়া ১৯৮ ভোট পেয়ে ৪র্থ নির্বাচিত হয়েছেন। এবং মহিলা সদস্য পদে মোছাঃ আবেদা সুলতানা ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলাএকাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে আব্দুল মোতালেব, জায়েদুল ইসলাম চৌধুরী, মরিয়ম বেগম। দাতা সদস্য এবং সাবেক সভাপতি মোঃ আব্দুছ ছালাম মন্ডল জানান, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বিজয়ী সকল কে তিনি এ সময় অভিনন্দন জানান।