রিমান্ডে ঘটনার সাথে সম্পৃক্ততার দায় স্বীকার অভিযুক্ত “রনির” সম্পা আত্মহত্যার যে-কাহিনী

স্টাপ রিপোর্টার।। ময়মনসিংহে আলোচিত সম্পা আত্মহত্যার প্রধান আসামি রনিকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ । গত ২১ জুলাই (বুধবার) রিমান্ড কার্যকর করা হয় । আসামি রনিকে পুলিশি জিজ্ঞাসাবাদে নিলে আসামী আত্মহত্যার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে । এ বিষয়ে মৃত সম্পার মা রাশিদা খাতুন বলেন,যারা আমার মেয়েকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছে তাদের বিচার শুরু হয়েছে । শুধু রনিই আমার মেয়ে হত্যার পেছনে একমাত্র দায়ী নয় । আমার মেয়েটিকে বাঁচাতে আমি লম্পট রনির এলাকা ছাড়া করতে স্কুল থেকে নিয়ে যেতে চেয়েছিলাম । স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েটিকে টি,সি দেয় নি । পরবর্তিতে রনি তার কিছু লম্পট সহযোগীর সহযোগীতাই আমার মেয়েটিকে বিয়ের প্রলোভনে মেয়েটিকে মানসিক ভাবে আঘাত করতে থাকে । একপর্যায়ে রনি তার স্ত্রী সন্তানের কথা আমার মেয়েকে বলে দূরে সরে যেতে বলে । দূরে সরে যেতে না পারলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে বলে ।
মৃত সম্পার বাবা শেখবর আলী মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন,রনিকে মামলার আসামি করা হলেও রনি যাদের সহযোগীতায় আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে তাদের বিচার আমি পাচ্ছি না । আমি মাননীয় পুলিশ সুপারের মাধ্যমে বাকি আসামীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।