কলমাকান্দায় উপবৃত্তির টাকা উধাও

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগত অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা উধাও হয়ে গেছে। গত মাসের ২১, ২৬, ২৭ তারিখে শিক্ষার্থী ও অভিবাবকরা টাকা তুলতে গিয়ে দেখতে পান নগত অ্যাকাউন্টে টাকা নেই। উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ফিফটি(৫%) শিক্ষার্থীর টাকা উধাও হয়েছে।
নগদের কর্মকর্তাদের সাথে যোগসাজসে ক্ষতিপয় একটি চক্র সংঘবদ্ধ হয়ে টাকাগুলো উত্তোলন করে দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। উপজেলা মডেল স্কুলের ছাত্র রাজ তাং, সালামও সুন্দরীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোখসানা আক্তার এর পিতা জানান, তাদের বাচ্চাদের উপবৃত্তির তুলতে এসে জানতে পারি টাকা কেউ উত্তোলন করে নিয়ে গেছে।
এদের মধ্যে কেউ কেউ আবার পুনরায় আবেদন করে নগত কর্মকর্তাদের সাথে কথা বলে উপবৃত্তির টাকা পেয়েছে। বিষয়টি নিয়ে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় নগত এজেন্টের সঙ্গে কথা বলা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।