একতা অয়েল মিলে মোবাইল কোর্টের অভিযান ৫০, ০০০/হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে মেসার্স একতা অয়েল মিলস এ ভেজাল সরিষার তেল তৈরীতে মোবাইল কোর্টের অভিযান জরিমানা ৫০,০০০/ হাজার টাকা।
২১ আগষ্ট (রবিবার ) ময়মনসিংহ সদর উপজেলার চামড়া বাজার রোড, শম্ভুগঞ্জ বাজারে মেসার্স একতা অয়েল মিলস এ
র্যাব-১৪ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় বিদেশী সরিষার তেল নামক একটি কেমিক্যাল এর সাথে দেশি সরিষার তেল মিক্স করে দেশি সরিষার তেল নামে বাজারে বাজারজাত করা হচ্ছে।
ভেজাল সরিষা তেল উৎপাদন এর জন্য ৫০,০০০/ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিদেশি সরিষার তেল নামক কেমিক্যাল জব্দ করা হয়েছে। বিদেশি সরিষার তেল নামক কেমিক্যাল এর নমুনা পরিক্ষার জন্য বি এস টি আই এর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
ভেজালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।