ময়মনসিংহ সড়কে পিচবাহী ট্র্যাংক গাড়ি উল্টে আগুন আহত -১

ডেস্ক রিপোর্ট।। ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কে শম্ভূগঞ্জ মোড় এলাকায় হঠাৎ আগুন লেগে চাকা ফেটে উল্টে গেছে পিচবাহী একটি ট্যাংক গাড়ি।
বুধবার বার (২৪ আগষ্ট )সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গাড়ি চালক শাহজাহান এর শরীরে আগুন ধরে গেলে তিনি গাড়ি থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চালক শাহজাহান রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেন, পিচবাহী ট্যাংক গাড়িটি কিশোরগঞ্জ রোড দিয়ে এসে গাছতলা যাওয়ার পথে মহাসড়কের শম্ভুগঞ্জ মোড়ে আসলে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে চাকা ফেটে উল্টে গিয়ে পুরো গাড়িটিতে আগুন ধরে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।