মারা গেছেন আগুনে দগ্ধ গাড়ি চালক শাহজাহান মিয়া

ডেস্ক রিপোর্ট।। ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত বিটুমিনবাহী গাড়ি উল্টে দগ্ধ চালক শাহজাহান মিয়া (৩৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে শাহজাহান ২৪ আগষ্ট সকালে সড়কের বিটুমিন নিয়ে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড়ে চাকা ফেটে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। চালক গাড়ি থেকে লাফিয়ে নামার সময় দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
দগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ আগষ্ট সকালে তিনি মারা যান।
প্রত্যক্ষ দর্শীরা জানান,গাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেও জনগনের জানমাল নিরাপত্তার স্বার্থে জলন্ত অবস্থায় নিরাপদ জায়গায় গাড়িটি থামানোর চেষ্টায় চালিয়ে গাড়িটি রক্ষার চেষ্টায় দুর্ঘটনায় চালক শাহজাহান এর শরীরে আগুন ধরে গেলে তিনি গাড়ি থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।