তারাকান্দায় রাস্তা কেটে ফসল লাগানোর অভিযোগ জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের তারাকান্দায় ডৌহাতলী দারোগা বাড়ি থেকে ধারাকান্দি পর্যন্ত ইউনিয়ন পরিষদ এর অর্থায়নে নির্মিত রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে আবুল হাসেম গংদের বিরুদ্ধে। উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামে ২৫ আগষ্ট এ ঘটনা ঘটে। বিষয়টি ঐ দিনই উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি কে জানান স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৮ ফিট প্রস্থ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। নিজেদের স্বার্থে ওই গ্রামের আবুল হাসেম পিতা মৃত ছমির আঃ রশিদ পিতা মোক্তার উদ্দিন আঃ হামিদ পিতা মৃত মানিক বেপারী গং রাস্তাটির দুই অংশ কেটে ধান রোপন করে ফেলে।
ভূক্তভোগীরা জানান, নির্মিত রাস্তাটি সরকারি হালট ভূক্ত রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার সাধারণ লোকজন, স্কুল শিক্ষার্থী, শিক্ষক,পল্লী চিকিৎসক, মসজিদের মুসল্লিরা যাতায়াত করে। রাস্তাটি কেটে ফেলায় দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান জানান, রাস্তা কাটা বিষয়টি শুনে তাৎক্ষণিক অভিযুক্তদের উক্ত রাস্তাটি মেরামত করার নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।