ময়মনসিংহের তারাকান্দায় অনুমোদনহীন ৫ ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে সীলগালা

ময়মনসিংহ ব্যুরোঃ
সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অনুমোদনহীন ৫ টি ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রম্যমান আদালত পরিচালনায় সেগুলো সীলগালা করে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।
৩১ আগষ্ট ২০২২ ইং বুধবার দুপুরে স্বাস্থ্য প্রশাসন পরিচালিত অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।
উক্ত প্রতিষ্ঠানগুলো সরকারী অনুমোদনবিহীন অবস্থায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছিল বলে জানাগেছে।
প্রতিষ্ঠানগুলো হলো(১)পপুলার ডায়াগনোস্টিক সেন্টার(২)রোগ নিরাময় ডায়াগনোস্টিক সেন্টার(৩)বন্ধন ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার(৪)তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র ও (৫)সুস্বাস্থ্য ডায়াগনোস্টিক সেন্টার।
তারাকান্দায় পরিচালিত অভিযানে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জিন্নাত শহীদ পিংকি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম মঞ্জু,আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট,মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল হাসান,ডা.কামরুল ইসলাম কুসুম,ডা.তানজিলুল হাকিম নিলয়, ডা.রিফাত শাহরিয়ার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডলসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।