ময়মনসিংহে চার হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।।

দেলোয়ার হোসেন রাজিব।। ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ চার হাজার পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো মোঃ রিপন মিয়া (৪৩),তার সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) ও সোহেল (২২) ।
জানা যায়, এস আই নিরুপম নাগ ও এস আই শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের জন্য কোতোয়ালী মডেল থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাসকান্দা খালপাড় ভাড়া বাসা থেকে মাদক ব্যবসায়ী রিপন ও তার দুই সহযোগীকে ৪ হাজার পিচ ইয়াবা সহ গ্রেফতার করে ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ মাদক ব্যবসায়ীকে চার হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে ।