ময়মনসিংহে বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা -২০২২ ইং চুড়ান্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি

 

ময়মনসিংহ ব্যুরোঃ

“খেলায় জয়লাভ করার চেয়ে অংশগ্রহন করার মূল্য কম নয়”

১০ সেপ্টেম্বর ২০২২ ইং শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ময়মনসিংহের তারাকান্দা বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২২ ইং এর চূড়ান্ত ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

শুরুতেই গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদ বীরমুক্তিযোদ্ধাসহ ১৯৭৫ সালে ১৫ আগষ্ট নিহত সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন।

তারাকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ আলহাজ্ব ফজলুল হক, নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি মেজবাহ-উল-আলম রুবেল চৌধুরী,যুগ্ম-সাধারন সম্পাদক শামছুল আলম রাজু,আজারুল ইসলাম সরকার, তারাকান্দা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার প্রমূখ।এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগণ,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্হিত থেকে খেলা উপভোগ করেন।

তীব্র গরম ও রোদ উপেক্ষা করেও প্রতিটি খেলার আজ ফাইনাল প্রতিযোগীতার মাধ্যমে সমাপ্তি হল।সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like