প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের দোকানে আগুন দিয়ে প্রতিপক্ষের বাড়িতে লুটপাটের অভিযোগ ।

স্টাফ রিপোর্টার।। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের দোকানে আগুন দিয়ে প্রতিপক্ষের বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে । অভিযোগ কারী জুলেখা খাতুন(৫২) বলেন, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে আনুমানিক ৩ টার দিকে এরশাদ,আলিমদ্দি,আয়াতুল,লুৎফর,আঃ রশিদ গং আমাদের কে ফাঁসানোর জন্য বাড়ির সামনের নিজেদের দোকানে আগুন দেয়,আমরা প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করা কালে এরশাদের চক্রটি আমার বাড়িতে হামলা করে । এ সময় আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে লুটপাট করে ।এ সময় আমাদের জমি বিক্রির প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জুলেখা বেগমের ছেলে মোশারফ হোসেন বলেন,আমাদের ফাঁসাতে আগুন দেয়ার ঘটনা সহ লুটপাট এর সময় ভূলক্রমে প্রতিপক্ষের আইডি কার্ড আমাদের বাড়িতে ফেলে যায় যা দেখে এলাকাবাসী নিশ্চিত হয় এটা তাদের ই কাজ। আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মৌখিক ভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেছি । বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মন্ডল বলেন,জমি সংক্রান্ত বিরোধটি কিছুদিন আগে সৃষ্টি হয় । আমার স্থানীয় ভাবে সমাধান করে বিরোধপূর্ণ জমিতে বি আর এস সংশোধনের জন্য উভয় পক্ষকে আদলতের রায় না হওয়া পর্যন্ত কোন স্থাপনা নির্মাণ করতে নিষেধ করি। আঃ রশিদ গং স্থানীয় শালিশ অমান্য করে বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও তড়িঘড়ি করে বেআইনি ভাবে জমিটি এরশাদ নামের একজনের কাছে বিক্রি করে দেয় । পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। একদিকে আদালতে মামলা চলমান থাকা, অপরদিকে স্থানীয় শালিস অমান্য করে জমি ক্রয় এর বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমতবস্থায় আবারো এলাকায় অসহায় এই পরিবারের বিরোধ পূর্ণ জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে এই প্রভাবশালী মহল। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ঐ জমি দখলে নিতে প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করে পরিবার টিকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ও জানিয়েছেন জমির মালিক ভুক্তভোগী পরিবার টি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক ইউপি সদস্য মোঃ আঃ গণি জানান, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যাক্তিদের তোয়াক্কা না করে জমির মালিক ভুক্তভোগী আঃ হাই এর পরিবার কে বিভিন্ন কৌশলে হয়রানি করে যাচ্ছে অভিযুক্তরা। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত এরশাদ সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কাগজ দেখে জমি কিনেছি।