ময়মনসিংহে ব্র্যাকের আয়োজনে ইয়ুথ এ্যাডাল্ট পার্টনারশীপ সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্প (RHRN-2) এর আয়োজনে ময়মনসিংহ ব্র্যাক লানিং সেন্টারে ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার বেলা ১০ টায় ইয়ুথ এ্যাডল্ট পার্টনারশীপ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে কৈশরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক ইয়ুথ, ডিরেক্ট-ইনডিরেক্ট এ্যাক্টরসদের সমন্বয়ে ওরিয়েন্টেশনে মেডিকেল অফিসার, শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, ধর্মীয় নেতা, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বৈচিত্রময় লিঙ্গের মানুষ, সাংস্কৃতি কর্মী ও ইয়ুথসহ মোট ২৫ জন অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম। সভার উদ্দেশ্য এবং প্রকল্পের বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ম্যানেজার শোভন বিশ্বাস। সভায় রেজিষ্ট্রেশন ও পরিচয় পর্ব পরিচালনা করেন প্রকল্পের ডিষ্ট্রিক ইয়ুথ মবিলাইজার নুসরত জাহান। অনুষ্ঠানে শারিরীক পরিবর্তন, সচেতনতা ও করনীয় সম্পর্কীয় শাহানা কার্টুন ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও যুব বান্ধব স্বাস্থ্য সেবা-বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ, শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের গ্রপে ভাগ করে শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা এবং হাইজেনিক টয়লেট ব্যবস্থা বাস্তবায়নে (বর্তমান অবস্থা, চ্যালেঞ্জসমূহ ও করনীয়) বিষয়ে গ্রপ আলোচনা করা হয় এবং তা উপস্থাপনা করা হয়।

ব্র্যাকের সেইফগার্ডিং নীতিমালা সম্পর্কে আলোচনা করেন প্রকল্পের বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মানবসম্পদ বিভাজের জোনাল ম্যানেজার হাসান মো: আদেল, অভ্যন্তরিন নিরীক্ষা বিভাগের জোনাল ম্যানেজার পার্থ সারথী বল, ব্র্যাক লিগ্যাল কম্পালায়েন্স বিভাগের মঈন উদ্দীন মিলকি প্রমুখ। সভায় অভিব্যক্তি প্রকাশ করেন ট্রেন্সজেন্ডার সন্ধ্যা, এনজিও কর্মী টুম্পা ঘোষ এবং ইয়ুথ সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like