ময়মনসিংহে কৈশোর কালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ৷ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প)এর অধিকার এখানে এখনই প্রকল্প ( রাইট হিয়ার রাইট নাও) প্রকল্পের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টার ময়মনসিংহে সোমবার সকাল ১০ টা থেকে জেলা পর্যায়ে কৈশোর কালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কাজ বাস্তবায়নের জন্য যুব জনগোষ্ঠীর SRHR , জেন্ডার, ন্যায়বিচার, ইয়ুথ এডাল্ট পার্টনারশীপ এবং যুব নেতৃত্ব তৈরিতে বিভিন্ন নাগরিক সংগঠন প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা উপপরিচালক জনাব, আঃ কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মু. মাহাদী হাসান
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম। ডিস্ট্রিক্ট ইয়ুথ মোবিলাইজার নুসরাত জাহান এর সঞ্চালনায় সমন্বিত যৌন শিক্ষা এবং প্রকলপ পরিচিতি তুলে ধরেন জনাব মোঃ জিল্লুর রহমান, এরিয়া কো অর্ডিনেটর, রাইট হেয়ার রাইট নাও প্রকল্প। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও ইয়ুথ গ্রুপের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like