তারাকান্দায় কলেজ শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিনিধি।। ময়মনসিংহের তারাকান্দার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের এক শিক্ষকের সঙ্গে জনৈক এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শাওন কিশোর ধরের এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও প্রকাশের পর শিক্ষক শাওন ধর কলেজে আসা-যাওয়া করলেও অনেক শিক্ষার্থীরা লজ্জায় কলেজে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন।
এ দিকে ভিডিও প্রকাশের পর কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী গত ৮ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানা গেছে।
তবে কলেজ শিক্ষক শাওন কিশোর ধর একজন প্রভাবশালী। তিনি তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। একটি বিশেষ মহলের কারণে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি কামনা করছেন সুশীল সমাজ।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, ‘বিষয়টি অনেকের কাছে জানতে পারছি, এ ধরনের অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ হোছেন আলী চেীধুরী বলেন, ‘ইতিমধ্যে তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
তবে শিক্ষক শাওন কিশোর ধর বলেন, এ ভিডিওটি আমার না, এডিট করা ভিডিও কোনো মতেই এ ভিডিওটি আমার না বলে দাবি করেন তিনি।
অপরদিকে সরে জমিন পরিদর্শন করে জানা যায়, যে,শাওন কিশোর ধর এর বিরুদ্ধে তরিৎ ব্যবস্থা না নিলে ছাত্রীরা মানব বন্ধন সহ ডিসি অফিস স্বারক লিপি প্রদান করবেন বলে জানিয়েছে।