ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক কে চূড়খাই বাজারে নাগরিক সংবর্ধনা

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।।
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে নাগরিক সংবর্ধনা /২২ প্রদান করা হয়।
২৬শে ডিসেম্বর (সোমবার) বিকাল ৩ টায় ময়মনসিংহ সদরের চূড়খাই বাজারে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ভাবখালী ইউনিয়ন ও ঘাগড়া ইউনিয়নবাসীর আয়োজনে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
কাজী ছানাউল হক চঞ্চল এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ময়ময়সিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ মির্জা হামিদুল হক। উক্ত সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান,
১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানসহ এলাকার আওয়ামীপন্থি বিভিন্ন শ্রেণীর নাগরিক বৃন্ধ।
এসময় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইনসহ আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতৃবৃন্ধ এবং ভাবখালী ও ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিকগণ উপস্থিত ছিলেন।