ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কার্যালয় কম্বল বিতরণ করা হয়।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকারের সার্বিক সহায়তায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তযোদ্ধা হারুনুর অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার, বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সিধাম সরকার, বীর মুক্তিযোদ্ধ জিয়া উদ্দিনসহ অন্যন্য মুক্তিযোদ্ধা বৃন্দ।